আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার চালু করা স্বস্থ্যসেবার কর্মসূচি ওবামাকেয়ার বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সর্ব শেষ প্রচেষ্টাও ভেস্তে গেল। জন ম্যাক কেইন, সুসান কলিনস ও লিসা মুরকৌসকিসহ ক্ষমতাসীন দল রিপাবলিকান পার্টির কমপক্ষে তিন সিনেটরও বিলটির বিপক্ষে ভোট দিলে এটি কংগ্রেসে পাশ হয়নি। নাটকীয়ভাবে এটি ৫১-৪৯ ভোটে আটকে যায়। ওবামাকেয়ার বন্ধে এটি ছিল ট্রাম্পের তৃতীয়বারের মতো ব্যর্থ প্রচেষ্টা।