News71.com
 International
 28 Jul 17, 10:36 AM
 331           
 0
 28 Jul 17, 10:36 AM

বিতর্কিত দক্ষিন চীন সাগরে নজরদারি বাড়াতে টহল বিমান মোতায়েন করল আমেরিকা ।।

বিতর্কিত দক্ষিন চীন সাগরে নজরদারি বাড়াতে টহল বিমান মোতায়েন করল আমেরিকা ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিন চীন সাগরে আধিপত্য বিস্তার নিয়ে এখন যুদ্ধাবস্থা বিরাজ করছে । ভারত চীন সীমান্তর উত্তেজনার পারদ চডলেও তা এখন বিস্তৃত হচ্ছে দক্ষিন চীন সাগর পর্যন্ত । আর ইস্যুকে কেন্দ্র করে মার্কিনীরা তাদের মিত্রদের সাথে নিয়ে চীনকে একটা উচিত শিক্ষা দিতে তৎপর হয়ে উঠেছে। তাই যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠছে চীন-আমেরিকা সম্পর্ক। দু'টি দেশই ব্যস্ত যুদ্ধ প্রস্তুতির মহড়ায়। আর তারই জের ধরে গতকাল বিতর্কিত দক্ষিণ চীন সাগরে নজরদারি চালানোর জন্য ফিলিপাইনে দু'টি বিমান মোতায়েন করল আমেরিকা। একই ইঞ্জিনে নবনির্মিত দু'টি বিমান ফিলিপাইনে পাঠানো হয়। নজরদারির যন্ত্রপাতি সমৃদ্ধ এই দু'টি বিমান দক্ষিণ চীন সাগরে তথ্য সংগ্রহ করবে বলে জানা গেছে। ফিলিপাইনের ম্যানিলায় একটি সামরিক প্রদর্শনীতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা এই বিমান মোতায়েন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডেলফিন লরেঞ্জানা এই গোয়েন্দা টহল বিমান মোতায়েনের ব্যাপারে বলেন, এই বিমানগুলো সাগরে আমাদের টহলের সক্ষমতা বৃদ্ধি করবে এবং অনুপ্রবেশকারীদের ঠেকাতে সহযোগিতা করবে। প্রতিরক্ষামন্ত্রী আরো জানিয়েছেন, চীন সাগরে নজরদারী ছাড়াও মিন্দানাউয়ের দক্ষিণাঞ্চলের মারাউই শহরে আইএসবিরোধী লড়াইয়েও এসব বিমান ব্যবহার করা হতে পারে। মোতায়েনকৃত সেসনা ২০৮বি বিমানগুলোতে ইলেক্ট্রো-অপটিক্যাল সেন্সর রয়েছে। যা যেকোনো জাহাজকে শনাক্ত করতে সক্ষম। এই সামরিক বিমানগুলো ২৫ হাজার উচ্চতায় কয়েক ঘণ্টা চলতে পারে এবং ১ হাজার নটিক্যাল মাইল পাড়ি দেওয়ার ক্ষমতাও রয়েছে। প্রতিটি বিমান নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ২ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, বিতর্কিত দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরেই আমেরিকা ও চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের কৃত্রিম দ্বীপে সামরিক ঘাঁটি তৈরীর বরাবরই বিরোধিতা করে আসছে আমেরিকা। এদিকে, চীন সাগরের এই আন্তর্জাতিক জলসীমায় মাঝে মধ্যেই মার্কিন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ চলাচল করে। চীন সাগরের আকাশেও মার্কিন গোয়েন্দা বিমানও চলাচল করে। যদিও চীন এসব ঘটনায় আমেরিকার কড়া নিন্দা জানিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন