News71.com
 International
 27 Jul 17, 07:57 AM
 196           
 0
 27 Jul 17, 07:57 AM

অবিশ্বাস্য হলেও এটাই সত্য ।। স্বামীর মৃত্যুর তিনবছর পর সন্তানের জন্ম দিলেন স্ত্রী

অবিশ্বাস্য হলেও এটাই সত্য ।। স্বামীর মৃত্যুর তিনবছর পর সন্তানের জন্ম দিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে স্বামীর মৃত্যুর তিনবছর পর সন্তানের জন্ম দিলেন তার স্ত্রী। আর অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে । স্বামী মারা যাওয়ার তিন বছর পর তাঁর স্ত্রী জন্ম দিল তারই স্বামীর ঔরসজাত সন্তানকে। মৃত স্বামীর শুক্রানুর সাহায্যে তার স্ত্রী কৃত্রিমভাবে গর্ভবতী হয়ে জন্ম দিলেন এক মিষ্টি কন্যাসন্তানের। ঘটনাটি বেশ চান্চল্য সৃষ্টি করেছে মার্কিন মুল্লুকসহ গোটা দুনিয়ায় ।

জানাগেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইর্য়ক সিটি পুলিসের অফিসার সদ্য বিবাহিত ওয়েনজিয়ান লিউ এবং তাঁর সহকারি রাফেল র‌্যামোসকে গত ২০১৪ সালের ডিসেম্বরে তাঁদের পুলিশের গাড়িতে হামলা চালিয়েই খুন করে বন্দুকবাজ আততায়ীরা । স্বামীর মৃত্যুর পর শোকগ্রস্ত লিউয়ের স্ত্রীর ইচ্ছায় কৃত্রিম উপায়ে স্ত্রী পেই জিয়া শেন স্বামীর শুক্রানু নিয়ে কৃত্রিমভাবে গর্ভবতী হয়ে স্বামীর মৃত্যুর প্রায় তিনবছর পর জন্ম দিল তাঁদেরই সন্তানকে। প্রয়াত লিউয়ের পরিবার নতুন অতিথিকে পেয়ে উচ্ছ্বাসে মেতে উঠেছে।

স্বামীর মর্মান্তিক মৃত্যুর পর অনেকেই পেই জিয়ার কঠিন পরিস্থিতির সাক্ষী থেকেছেন। ২০১৫ সালের জানুয়ারি মাসে লিউয়ের শেষকৃত্যের সময় তাঁর বিধবা স্ত্রী পেই জিয়া চোখে জল নিয়ে জানান, তাঁর স্বামী সবচেয়ে কাছের বন্ধু ছিলেন। পেই জিয়ার কাছে তাঁর স্বামী একজন ‘‌নায়ক’‌ যাঁর কাছে পরিবারই সবকিছু ছিল। মাত্র ৩২ বছর বয়সে লিউ পরিবারকে ছেড়ে চলে যান। পেই জিয়া বলেন, ‘‌আমার বিশ্বাস তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন। ’‌

লিউয়ের মৃত্যুর প্রায় তিন বছর পর গত মঙ্গলবার পেই জিয়া নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে এক শিশুকন্যার জন্ম দেন। নবজাতিকার নাম রাখা হয়েছে অ্যাঞ্জেলিনা। নিউইয়র্ক সিটি পুলিস সূত্রে জানিয়য়েছে , যে রাতে পেই জিয়ার স্বামীর মৃত্যু হয় সেদিনই পেই জিয়া তাঁর স্বামীর শুক্রাণু সংরক্ষণ করে রাখেন তাঁদের ভবিষ্যত সন্তানের জন্য। নিউইয়র্ক সিটি পুলিস বিভাগের পক্ষ থেকেই পেই জিয়া ও সদ্যোজাত অ্যাঞ্জেলিনার ফটো পোস্ট করা হয় সোশ্যাল নেটওয়ার্কে। নবজাতিকার মাথায় পড়ানো হয়েছে নিউইয়র্ক সিটি পুলিসের টুপি।

২০১৪ সালে লিউয়ের সঙ্গে পেই জিয়ার সদ্য বিবাহ হয়েছিল। ওই বছরের ডিসেম্বরে বন্দুকবাজ ইসমাইল ব্রিন্সলের হামলায় মারা যান লিউ এবং তাঁর সহকর্মী। এই ঘটনার পর ইসমাইল ব্রিন্সলে নিজেও আত্মঘাতী হয়। লিউয়ের শেষকৃত্যে বহু মানুষের জমায়েত হয়েছিল। এই প্রথম কোনও এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান পুলিশ তাঁর ডিউটি করতে গিয়ে মারা গেলেন। মঙ্গলবারই লিউয়ের পরিবার তাঁদের ছেলের স্ত্রী এবং নাতনিকে দেখতে হাসপাতালে আসেন। তাঁদের ছেলের মৃত্যুর পর ফের তাঁদের নতুন আশা দেখতে পেলেন নাতনির মধ্যে। পেই জিয়া তাঁর কৃত্রিমভাবে গর্ভবতী হওয়ার কথা গোপন করে গিয়েছিলেন লিউয়ের মা-বাবার কাছে।

লিউয়ের মা বলেন, ‘‌নাতনি দেখতে হয়েছে আমার বউমার মতো। কিন্তু তার চোখ আর কপাল একদম আমার ছেলের মতো। আমি আমার নাতনির মধ্যে মৃত ছেলেকে খুঁজে পেয়েছি। ’‌ অ্যাঞ্জেলিনার একমাস বয়স হলে তাকে তার বাবার কবরে আর্শীবাদের জন্য নিয়ে যাওয়া হবে। পেই জিয়া বলেন, ‘‌লিউকেও তো জানাতে হবে যে আমাদের একটি ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। ’‌

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন