News71.com
 International
 27 Jul 17, 01:24 AM
 250           
 0
 27 Jul 17, 01:24 AM

বিজেপির সমর্থনে বিহারের সিংহাসনে স্থায়ীভাবে থেকে যাচ্ছেন নীতীশ ।। বেকায়দায় লালু ও তার দল আরজেডি

বিজেপির সমর্থনে বিহারের সিংহাসনে স্থায়ীভাবে থেকে যাচ্ছেন নীতীশ ।। বেকায়দায় লালু ও তার দল আরজেডি

 

আন্তর্জাতিক ডেস্ক : বিহারের মসনদে আবারও বসতে যাচ্ছেন জনতা দল ইউনাইটেড নেতা নীতীশ কুমার। তাও আবার পুরোনো দীর্ঘদিনের সঙ্গী বিজেপি'র হাত ধরেই। এ যেন হবারই ছিল। অবস্থা দেখে মনে হয় নিজের পুরোনো যায়গায় ফিরতে নীতীশ কুমার সুযোগের অপেক্ষাই ছিলেন। সবকিছু যেন আগে থেকে গোপনে সব কিছু ঠিক করেই রেখেছিলেন তিনি । তাই এক মূহুর্ত নষ্ট করতে হয়নি গত এক যুগের বিহারের কর্নাধারকে । গতরাতে রাজভবন থেকে পদত্যাগ পত্র দিয়ে বাসভবনে ফিরেই বৈঠকে বসলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা ও তাদের দলীয় বিধায়কদের সাথে । এখানকার চিত্রও পাতানো ম্যাচের মত । এক বৈঠকেই চুড়ান্ত হল জেডিইউয়ের সাথে বিজেপির জোট সরকার গঠনের নির্ঘন্ট । সুচী অনুযায়ি আজই বিকাল পাঁচটায় চলতি বিধানসভায় দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ কুমার৷ 

পরিসংখ্যান বলছে, বিহার বিধানসভার ২৪৩ টি আসন৷ তার মধ্যে জেডিইউ বিধায়ক ৭১ জন৷ আর বিজেপির বিধায়ক ৫৩ জন৷ দু’জনের মিলিত শক্তি দাঁড়াচ্ছে ১২৪৷ যা সংখ্যাগরিষ্ঠতার থেকে বেশি৷ ধারণা করা হচ্ছে, বিহারের মাটিতে ফের পুরনো অবস্থানেই ফিরে যেতে চলেছে জেডিইউ-বিজেপি৷ উল্লেখ্য গত লোকসভা নির্বাচনে এনডিএ তরফে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার পর জোট ছেড়েছিলেন নীতীশ কুমার৷ পরে বিহারের মাটিতে লালু প্রসাদ যাদবের সঙ্গে জোট করে বিজেপিকে রুখে দিয়েছিলেন এই নীতীশই। সেই বিধানসভা নির্বাচনে আরজেডি পেয়েছে ৮০টি আসন৷ বিশেষজ্ঞরা মনে করছেন, জোট ভাঙতেই লালুর দল সরাসরি কংগ্রেসের ২৭ বিধায়কের সমর্থন নেবে৷ তাতে জোট শক্তির বিধায়ক সংখ্যা ১০৭ জন৷ নকশালপন্থী সিপিআই(এম-এল) এর তিন বিধায়ক সমর্থন করলেও আরজেডির পক্ষে সংখ্যা গরিষ্ঠতা পাওয়া সম্ভব হচ্ছে না৷ অতএব রাজ্যে নীতীশের বাকী মেয়াদে বিহারের রাশ ধরতে কোন বেগই পেতে হবে না। উপরন্ত বিজেপির কাছেও নীতিশ যেন চিরচেনা পুরোনা পরিক্ষিত বন্ধু । তাই সামনের দিনগুলোতে লালু প্রসাদ ও তার দলকে বিহারে যথেষ্ট বেকায়দায় পড়তে হবে বলে অনেকের ধারনা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন