News71.com
 International
 27 Jul 17, 12:12 PM
 485           
 0
 27 Jul 17, 12:12 PM

বিহারের নতুন চমক দিলেন নীতীশ কুমার ।। আকস্মিক জোট সরকার ভেঙে দিয়ে রাতেই ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী  

বিহারের নতুন চমক দিলেন নীতীশ কুমার ।। আকস্মিক জোট সরকার ভেঙে দিয়ে রাতেই ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী   

আন্তর্জাতিক ডেস্ক : গোটা ভারতবাসীকে চমকে দিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। লালুপুত্র তেজস্বীর বিরুদ্ধে কোনও পদক্ষেপই করলেন না। বরং নিজেই সরে দাঁড়ালেন মুখ্যমন্ত্রির কুর্সি থেকে। আর তার সাথে সাথেই জেডিইউ-আরজেডি জোট সরকারের পতন হল। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার নিজেই ভেঙে দিলেন তার সরকার। কিছুক্ষণ আগে পটনার রাজ ভবনে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। ইতিমধ্যেই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি তাঁর পদত্যাগপত্র গ্রহণও করেছেন। তবে আপাতত কার্যনির্বাহী মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশকেই কাজ চালাতে বলেছেন রাজ্যপাল। ইস্তফা দেওয়ার পর রাজ ভবন থেকে বেরনোর পর নীতীশ কুমার বলেছেন, ‘‘দুর্নীতির সঙ্গে আপোস করতে পারব না, তাই সরে এলাম।’’

পদত্যাগী মুখ্যমন্ত্রী আরও বলেন গত ১৫ দিন ধরে আমি অনেক চেষ্টা করেছি এই জোট সরকারকে বাঁচানোর। কিন্তু আমার পক্ষে আর এই সরকারের নেতৃত্ব দেওয়া আর সম্ভব ছিল না।’’ বলেছেন নীতীশ কুমার। তাঁর প্রশ্ন, ‘‘আমি যেখানে নোটবন্দিকে সমর্থন করেছি, বেনামি সম্পত্তির বিরুদ্ধে অভিযানকে সমর্থন করেছি, সেখানে তেজস্বীর বিরুদ্ধে বেনামি সম্পত্তি রাখার অভিযোগ ওঠার পরেও আমি তাঁকে সমর্থন করব কি করে ? প্রশ্ন নিতীশের ।


উল্লেখ্য বিহারের মহাজোট সরকারের বৃহত্তম শরিক তথা লালুপ্রসাদের দল আরজেডি-র সঙ্গে বেশ কিছু দিন ধরেই নানা ইস্যুতে টানাপড়েন চলছিল নীতীশ কুমারের। দুর্নীতির মামলায় লালু এবং তাঁর ছোট ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বীপ্রসাদ যাদব সিবিআই তদন্তের মুখে পড়ায় সেই টানাপড়েন আরও বেড়েছিল। সিবিআই তদন্ত শুরু হতেই অবিলম্বে পদত্যাগ করা উচিত তেজস্বীর, বলছিল নীতীশের দল জেডি(ইউ)। জোট সরকারের মুখ্যমন্ত্রী নীতীশ নিজে প্রথম কয়েক দিন নীরব থাকার পর নিজেও জানান, তেজস্বীর পতগ্যাগই কাম্য। কিন্তু লালুপ্রসাদ এবং তাঁর গোটা দল তেজস্বীর পাশেই ছিল। তেজস্বী পদত্যাগ করবেন না বলে আরজেডি-র তরফে বার বার শরীকদের জানানো হচ্ছিল।

শুধুমাত্র তেজস্বী যাদবেও আটকে ছিল না টানাপড়েন। আরজেডি এবং জেডি(ইউ)-এর প্রায় গোটা নেতৃত্বই পরস্পরের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করে। তেজস্বীর নামে অভিযোগ উঠেছে মানেই এই নয় যে তিনি অপরাধী এমন বক্তব্য আরজেডির। পাল্টা মুখ্যমন্ত্রী নীতীশকে আক্রমণ করে আরজেডি নেতারা বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী নিজেও কোনও সাধু-সন্ত নন।’ বুধবার সকাল থেকেই আরজেডি-র তরফে আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে নীতীশ কুমার নিজের মন্ত্রিসভা থেকে উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকে বরখাস্ত করতে পারেন। তাই লালু নিজেও এ দিন নীতীশের বিরুদ্ধে সুর চড়ান। তিনি বলেন, ‘‘নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী আমিই বানিয়েছিলাম। এ বার তাঁকেই ঠিক করতে হবে যে তিনি মহাজোটের ভার বহন করতে পারবেন কি না।’’

কিন্তু তেজস্বীকে বরখাস্ত করার রাস্তায় হাঁটেননি নীতীশ কুমার। সন্ধ্যায় সকলকে চমকে দিয়ে তিনি নিজেই মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন। নীতীশ বলেছেন, ‘‘আমি কারওকে পদত্যাগ করতে বলিনি। অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে আমি নিজেই সরে দাঁড়িয়েছি।’’ তেজস্বী যাদব এবং লালুপ্রসাদ যাদবের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছিল বলে নীতীশ জানিয়েছেন। তাঁর কথায়, ‘‘আমি তেজস্বীকে বলেছিলাম, তাঁর বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে কি না তা ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিতে। তিনি এবং লালু যে হেতু কোনও ব্যাখ্যা দেননি, সে হেতু মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানো ছাড়া আর কোনও পথ আমার আমার সামনে খোলা ছিল না।’’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন