News71.com
 International
 26 Jul 17, 08:35 AM
 197           
 0
 26 Jul 17, 08:35 AM

ভারতে বন্যায় ভাসছে নরেন্দ্র মোদির সুতিকাগার গুজরাটঃ এপর্যন্ত ১১১জনের মৃত্যু, নিঁখোজ অনেক

ভারতে বন্যায় ভাসছে নরেন্দ্র মোদির সুতিকাগার গুজরাটঃ এপর্যন্ত ১১১জনের মৃত্যু, নিঁখোজ অনেক

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের গুজরাট রাজ্যে ভয়াবহ রূপ নিয়েছে বন্যা। এখন পর্যন্ত সেখানে ১১১ জনের প্রাণহানির খবর মিলেছে। নিখোঁজ রয়েছে আরও অনেক মানুষ। পরিস্থিতি এতটাই নাজুক যে নিজের জন্মরাজ্য হেলিকপ্টারে চড়ে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত ৭ দিনের ভারী বর্ষণের ফলে গুজরাট, তার পাশের রাজস্থানসহ পশ্চিমাঞ্চলীয় কয়েকটি রাজ্যে এই বন্যা দেখা দিয়েছে । গত সোমবারের পর থেকেই পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বন্যাকবলিত এলাকায় উদ্ধারকাজে স্থানীয় প্রশাসনকে সাহায্য করতে নামানো হয়েছে সেনাবাহিনী।

উদ্ধারকারীরা বলছেন, বন্যায় গুজরাটের সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার শীর্ষে বনসকণ্ঠ জেলা। আজ জেলা সদর পালনপুর থেকে ৮০ কিলোমিটার দূরের রুনি গ্রাম থেকে ১৫টি মরদেহ উদ্ধার করা হয়। সব মিলিয়ে রাজ্যে আজ পর্যন্ত প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১১১-তে।স্থানীয় সংবাদমাধ্যম জানায়, বন্যা দেখা দেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী মোদির তত্ত্বাবধানে রাজ্য প্রশাসন ও সেনাবাহিনী উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। গুজরাটের নিম্নাঞ্চল থেকে অন্তত অর্ধলাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জনসাধারণকে শিগগির নিরাপদে আশ্রয় নেওয়ার জন্যও আহ্বান জানাচ্ছে প্রশাসন।

পরিস্থিতি সামাল দিতে এরইমধ্যে গুজরাটের জন্য ৫০০ কোটি রুপির ত্রাণ-প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । একইসঙ্গে মারা যাওয়া প্রত্যেকের পরিবারকে ২ লাখ ও গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকার অর্থসাহায্য ঘোষণা করেছেন তিনি। পরিস্থিতির অবনতি হওয়ায় প্রধানমন্ত্রী মোদি নিজেই তার রাজ্যের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন হেলিকপ্টারে করে। গত ২৪ ঘণ্টায় রাজ্যের বনসকণ্ঠ, পাতান ও সবরকণ্ঠে অন্তত ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এভাবে বর্ষণের ফলে সেখানে বাড়তি সতর্কতা দিয়েছে রাজ্যের ইমারজেন্সি অপারেশন সেন্টার। গত মঙ্গলবার রাজস্থানেও ৬ জনের প্রাণহানির খবর পাওয়া যায়। সেখানকার জলোর, সিরোহি ও পালি জেলায়ও ভারী বর্ষণের খবর পাওয়া যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন