News71.com
 International
 26 Jul 17, 05:54 AM
 196           
 0
 26 Jul 17, 05:54 AM

ইসরাইল আল-আকসা মসজিদ দখলের চেষ্টা করছে ।। তুরস্কের প্রেসিডেন্ট  

ইসরাইল আল-আকসা মসজিদ দখলের চেষ্টা করছে ।। তুরস্কের প্রেসিডেন্ট   

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন ইসরাইল মুসলিমদের প্রথম কেবলা আল-আকসা দখল করার চেষ্টা করছে । তিনি আজ বুধবার আঙ্কারায় দেশটির জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) এক সভায় তিনি এই মন্তব্য করেন। সভায় প্রেসিডেন্ট এরদোগান আরও বলেন, পবিত্রস্থান আল-আকসায় নামাজ আদায়ে যাওয়া মুসলিমদের সঙ্গে সন্ত্রাসীর মতো আচরণ কোনো মতেই মেনে নেয়া হবে না।

এরদোগান আরও বলেন, ইসরাইলকে যারা চেনে তারা সবাই জানে নিরাপত্তার জন্য নয়, আল-আকসা মসজিদ দখল করতে সেখানে মেটাল ডিটেক্টর ও বেষ্টনি লাগানো হয়েছে। ইসরাইল সন্ত্রাসবাদ দমনের কথা বলে মুসলিমদের থেকে আল-আকসা মসজিদ দখল করতে চাইছে। একেপি চেয়ারম্যান এসময় ফিলিস্তিনি নাগরিকদের আল-আকসায় নামাজ আদায়ে ইসরাইলি বাধা প্রদানের তীব্র নিন্দা জানান। এসময় তুর্কি প্রেসিডেন্ট আল-আকসা রক্ষায় মুসলিম জাতিকে এক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমি সকল মুসলিমদের বলতে চাই যাদের সুযোগ আছে তারা জেরুজালেমে আসুন। সবাই মিলে একে রক্ষা করতে হবে। অন্যদিকে, আল-আকসা রক্ষায় ডাক দিয়েছেন এক সৌদি প্রিন্সও। এছাড়া ফিলিস্তিনি মুসলিমদের সমর্থন জানিয়েছে বাংলাদেশ, সুদান, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমরাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন