News71.com
 International
 26 Jul 17, 05:50 AM
 186           
 0
 26 Jul 17, 05:50 AM

ভারতের মুম্বাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

ভারতের মুম্বাইয়ে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ে একটি আবাসিক ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১১ জনই নারী। ঘাটকোপার এলাকার ওই চারতলা ভবনটিতে ১২টি পরিবার বাস করত। গতকাল মঙ্গলবার সকালে ভবনটি ধসে পড়ে। ভবন ধসের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।  ধসের ঘটনায় এ পর্যন্ত ২৮ জনকে উদ্ধার করা হয়েছে যার মধ্যে বেশ কয়েকজন গুরুতর আঘাত পেয়েছেন। ভবনের নিচতলায় নার্সারি নির্মাণের জন্য সংস্কার কাজ চালানোয় ভবন ধসে পড়েছে বলে অভিযোগ করেছেন অনেকে। আহতরা অভিযোগ করেছেন, সংস্কার করার সময় ভবনের গুরুত্বপূর্ণ পিলার সরানো হয়েছিল। এজন্যই ভবন ধসে পড়ে। এ ঘটনায় নার্সারির মালিক সুনিল শিতাপকে গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন