News71.com
 International
 26 Jul 17, 04:59 AM
 227           
 0
 26 Jul 17, 04:59 AM

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া......  

আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে যাচ্ছে উত্তর কোরিয়া......   

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া আগামী কয়েকদিনের মধ্যে আবারও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কুসোংয়ের একটি এলাকায় ক্রমবর্ধমান তৎপরতা লক্ষ্য করেছেন বলে মঙ্গলবার জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তারা। তারা জানান, গত সপ্তাহজুড়ে তাদের গোয়েন্দারা কুসোংয়ে কিছু উপকরণের আনাগোনা দেখতে পেয়েছেন। তাদের ধারণা করছেন, সেখানে সম্ভবত একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যদিও চলতি মাসের প্রথমদিকে উত্তর কোরিয়া জানিয়েছিল, তারা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রথম পরীক্ষা চালিয়েছে এবং ওই ক্ষেপণাস্ত্রে পারমাণবিক বোমা যুক্ত করার প্রযুক্তি আয়ত্ত করেছে। বোমাযুক্ত ওই ক্ষেপণাস্ত্রটির বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশ যাচাই করা হয়েছে বলে দাবি করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবং ওই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে পৌঁছতে পারবে বলে জানান বিশেষজ্ঞরা।

গতকাল মঙ্গলবার এক মার্কিন সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, আগে যে রকম ধারণা করা হয়েছিল তার আগেই আগামী বছরের মধ্যেই উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রসজ্জিত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাতে সক্ষম হবে বলে ধারণা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিআইএ) । তবে ‘সময়’ এবং ‘প্রযুক্তি’ বিষয়ক দক্ষতার ক্ষেত্রে উত্তর কোরিয়ার সামর্থ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের অপর তিন কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন