News71.com
 International
 26 Jul 17, 11:27 AM
 324           
 0
 26 Jul 17, 11:27 AM

অবসরে যেসব সুবিধা পাবেন ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রনব মূখার্জী ।।

অবসরে যেসব সুবিধা পাবেন ভারতের সদ্য বিদায়ী রাষ্ট্রপতি প্রনব মূখার্জী ।।

আন্তর্জাতিক ডেস্কঃ প্রণব মুখার্জি ভারতের রাষ্ট্রপতি হিসেবে মাসিক বেতন হিসেবে পেতেন এক লাখ ৫০ হাজার টাকা। এবার অবসরের পরে পেনশন পাবেন মাসে ৭৫ হাজার টাকা। এছাড়াও নিয়ম অনুসারে একটি টাইপ-৮ স্তরের সুসজ্জিত বাংলো বিনা ভাড়ায় ব্যবহার করতে পারেন অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি। প্রণব মুখার্জি থাকবেন নয়াদিল্লির ১০ নম্বর রাজাজি মার্গের এক ঐতিহাসিক বাংলোয়। অবসরের পরে এখানেই আমৃত্যু থেকেছেন সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম।

এছাড়াও নানা-সুবিধা পান অবসরপ্রাপ্ত রাষ্ট্রপতি। দুইটি ল্যান্ড ফোন ও একটি মোবাইল ফোনের বিল মেটাবে সরকার। পাঁচজন সরকারি কর্মী। এর মধ্যে একজন ব্যক্তিগত সচিব। একটি সরকারি গাড়ির সঙ্গে খরচের জন্য মাসে ৬০ হাজার টাকা এবং প্রতি মাসে গাড়ির জ্বালানির জন্য ২৫০ লিটার পেট্রল দেওয়া হয়। গাড়ির চালকের বেতনও দেবে সরকার। অবসরের পরে রাষ্ট্রপতি এক জন সঙ্গী নিয়ে দেশে বিমান ও ট্রেনে বিনা খরচে দেশে ভ্রমণ করতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন