News71.com
 International
 26 Jul 17, 12:58 PM
 190           
 0
 26 Jul 17, 12:58 PM

না ফেরার পথে অস্ট্রেলিয়ার জনপ্রিয় গায়ক ডা. জি ইউনুপিঙ্গু।।

না ফেরার পথে অস্ট্রেলিয়ার জনপ্রিয় গায়ক ডা. জি ইউনুপিঙ্গু।।

আন্তর্জাতিক ডেস্কঃ দীর্ঘ সময় ধরে অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় গায়ক ডা. জি ইউনুপিঙ্গু। মাত্র ৪৬ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন। গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ার রয়্যাল ডারউইন হাসপাতালে মৃত্যু হয় তার। সঙ্গীতে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটিশ রানী এলিজাবেথসহ বিশ্বের নামী-দামী ব্যক্তি থেকে সাধারণ মানুষের মন জয় করেছিলেন অস্ট্রেলিয়ার আদিবাসী এ গায়ক। জন্মান্ধ হলেও সঙ্গীতের প্রতি তার ভালোবাসা ছিল তীব্র।

পশ্চিমা সঙ্গীতের ধারার সঙ্গে অস্ট্রেলিয়ার আদিবাসীদের সংস্কৃতির মিশেলে নতুন একটি ধারার প্রচলন ঘটেয়েছিলেন। জি ইউনুপিঙ্গু সবসময় আদিবাসী গানই গাইতেন। কিন্তু সব শ্রেণির সঙ্গীতপ্রেমীদের কাছে তার জনপ্রিয়তার কমতি ছিল না। বিখ্যাত সাময়িকী রোলিং স্টোন তাকে আখ্যা দিয়েছিল 'অস্ট্রেলিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর' হিসেবে। বিশ্বজুড়ে সর্বাধিক বিক্রিত অ্যালবামের তালিকায়ও ডা. জি ইউনুপিঙ্গুর অ্যালবামও ঠাঁই করে নিতে সক্ষম হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন