News71.com
 International
 25 Jul 17, 01:58 AM
 185           
 0
 25 Jul 17, 01:58 AM

সৌদি বাদশাহ সালমান ছুটিতে, শাসনভার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিনের হাতে

সৌদি বাদশাহ সালমান ছুটিতে, শাসনভার ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিনের হাতে

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদির বাদশাহ সালমান ছুটিতে যাওয়ায় ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান সাময়িক ভিত্তিতে দেশটির শাসনভার গ্রহণ করেছেন। সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানায়, প্রিন্স মোহাম্মদের বাবা বাদশাহ সালমান তার 'ব্যক্তিগত অবকাশ যাপনকালে' ছেলের হাতে রাষ্ট্রীয় বিষয়াদি দেখাশুনা এবং জনগণের স্বার্থ তদারকির দায়িত্ব দিয়েছেন। উল্লেখ্য, গত ২১ জুন বাদশাহ সালমান তার ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে ওই পদে প্রিন্স মোহাম্মদকে স্থলাভিষিক্ত করেন। এখন তিনিই সিংহাসনের উত্তরসূরী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন