News71.com
 International
 25 Jul 17, 02:05 AM
 165           
 0
 25 Jul 17, 02:05 AM

ইসলামি সংগঠন হামাসকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর হামলা

ইসলামি সংগঠন হামাসকে লক্ষ্য করে ইসরাইলি বাহিনীর হামলা

আন্তর্জাতিক ডেস্কঃ গাজা উপত্যকায় কট্টরপন্থী ইসলামি সংগঠন হামাসের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইল। গতকাল সোমবার ফিলিস্তিন ভূ-খণ্ড থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় তারা এ হামলা চালায়। এ ব্যাপারে সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সোমবার ভোরে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে হামাসের অবস্থান লক্ষ্য করে ট্যাঙ্ক হামলা চালানো হয়। নাম প্রকাশ না করার শর্তে হামাসের নিরাপত্তা সূত্র জানায়, গাজার দক্ষিণে খান ইউনিসের কাছে হামাসের সামরিক শাখার একটি পর্যবেক্ষণ ফাঁড়িতে ট্যাঙ্কের পাঁচটি গোলার আঘাত লাগে। জানা গেছে, গাজার মধ্যাঞ্চলেও পৃথকভাবে হামলা চালানো হয়। এ দুই হামলায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। এদিকে সামরিক বাহিনীর মতে, গাজা উপত্যকা থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কয়েক ঘণ্টা পর ইসরাইল এ হামলা চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন