News71.com
 International
 25 Jul 17, 11:08 AM
 156           
 0
 25 Jul 17, 11:08 AM

চীন সীমান্ত ঘেঁষে সুড়ঙ্গ তৈরি করছে ভারত, আতঙ্কিত বেজিং ।।

চীন সীমান্ত ঘেঁষে সুড়ঙ্গ তৈরি করছে ভারত, আতঙ্কিত বেজিং ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে ভারত-চীনের সম্পর্ক। আর তারই জের ধরে এবার তাওয়াং সীমান্ত ঘেঁষে দু'টি টানেল তৈরি করছে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। এক বিবৃতির মাধ্যমে তারা জানিয়েছে, অরুণাচল প্রদেশের তাওয়াংয়ে ওই সুড়ঙ্গ দু'টি নির্মাণ করা হচ্ছে। জানা গেছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪ হাজার ১৭০ মিটার উচ্চতায় অবস্থিত সেলা গিরিপথের মধ্য দিয়ে ওই সুড়ঙ্গগুলো তৈরি করা হবে। সংস্থার মতে, নতুন সুড়ঙ্গের ফলে অসমের তেজপুরে অবস্থিত সেনার ৪ কোর সদর থেকে অরুণাচলের তাওয়াংয়ে পৌঁছতে এক ঘণ্টা সময় কম লাগবে। আর সীমান্ত লাগোয়া ভারতের এই সুড়ঙ্গ নির্মাণের খবর চিন্তায় ফেলেছে বেজিংকে।

বিআরও আরো জানিয়েছে, সুড়ঙ্গগুলোর ফলে ১৩ নম্বর জাতীয় সড়ক, বিশেষকরে তাওয়াং ও বোমডিলার মধ্যে ১৭১ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ রাস্তা সারা বছর সচল থাকবে। এতে, পূর্ব হিমালয়ের তিব্বত সীমান্ত বাহিনীর যাতায়াতের রাস্তা সুগম হবে। পাশাপাশি, এই সুড়ঙ্গের ফলে তাওয়াংয়ে প্রচুর পরিমাণ পর্যটকও আসতে পারবেন। জানা গেছে, ইতিমধ্যেই পশ্চিম কামেং জেলার ডেপুটি কমিশনার সোনাল স্বরূপকে জরুরি ভিত্তিতে সেলা সুড়ঙ্গ তৈরির জন্য প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করতে অনুরোধ করেছে বিআরও-র ৪২ নম্বর টাস্ক ফোর্সের কম্যান্ডার আরএস রাও।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন