News71.com
 International
 25 Jul 17, 11:03 AM
 155           
 0
 25 Jul 17, 11:03 AM

এখন থেকে নারীদের যৌন হেনস্থা রোধ করবে চীনের তৈরী বিশেষ লাইটার।।

এখন থেকে নারীদের যৌন হেনস্থা রোধ করবে চীনের তৈরী বিশেষ লাইটার।।

আন্তর্জাতিক ডেস্কঃ নারীদের যৌন হেনস্থা বা ধর্ষণ আটকাতে মোক্ষম হাতিয়ার তৈরি করল চীন। এই হাতিয়ার রাখতে প্রয়োজন একটুখানি জায়গা। চলতে-ফিরতে, বাজারে যেতে, যেখানে ইচ্ছে আপনি সঙ্গে রাখতে পারবেন এই হাতিয়ার। আসলে এই হাতিয়ার হল সিগারেট লাইটারের মতো দেখতে ছোট্ট একটা যন্ত্র, যার নাম, ফ্লেম থ্রোয়ারস্। আক্রমণকারীর চোখ থেকে শুরু করে শরীরের অন্যন্য অংশ নিমেষে ঝলসে যাবে এই যন্ত্রতে একটু চাপ দিলেই।

জানা যায়, চীনে ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এই যন্ত্রটি। মহিলারা নিজেরে সুরক্ষার জন্য এই ফ্লেম থ্রোয়ারের স্মরণাপন্ন হচ্ছে। এই যন্ত্রটির দাম ১০ডলার থেকে ৩০ডলার রাখা হয়েছে। তবে এও জানিয়ে দেওয়া হয়েছে যে, এই অস্ত্র নাকি সঙ্গে রাখা সম্পূর্ণ বৈধ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন