News71.com
 International
 24 Jul 17, 06:44 AM
 201           
 0
 24 Jul 17, 06:44 AM

কলকাতায় মুখ্যমন্ত্রী মমতার বাড়ির সামনে থেকে আটক হল দুই মাওবাদী।।

কলকাতায় মুখ্যমন্ত্রী মমতার বাড়ির সামনে থেকে আটক হল দুই মাওবাদী।।

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ির সামনে থেকে অস্ত্রসহ দুই সন্দেহভাজন মাওবাদীকে আটক করা হল। আজ সকালের দিকে দক্ষিণ কলকাতার ৩০বি, হরিশ মুখার্জি স্ট্রীটে অবস্থিত মমতা’র বাড়ির সামনে ওই দুইজনকে উদ্দেশ্যবিহীন ভাবে ঘোরাফেরা করতে দেখা যায়।এরপরই তাদের আটক করে কালীঘাট থানার পুলিশ। এর মধ্যে একজন নারীও রয়েছে, তার নাম সুন্দরী সিং সরদার অন্যজনের নাম সুজাতো সিঙ্গুরা। দুইজনের বাড়িই পুরুলিয়া জেলার বাগমুন্ডিতে।


প্রাথমিক জেরায় জানা গেছে সন্দেহভাজন ওই দুই মাওবাদী মুখ্যমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করার জন্যই তার বাড়ির সামনে আসে। আটক দুইজনকেই কালীঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে, সেখানেই মাওবাদী দমনে বিশেষজ্ঞ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ)-এর সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করছে।

পুলিশের কাছে ওই দুই মাওবাদী জানায় পুরুলিয়া জেলার বাগমুন্ডিতে মাওবাদী গ্রুপের সঙ্গে যুক্ত ছিল তারা। তাদের সঙ্গে থাকা অস্ত্র ও গুলিও পুলিশের কাছে জমা দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুরুলিয়ায় বাড়ি হলেও পুরুলিয়া থানায় আত্মসমর্পণ না করে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এল তা জানার চেষ্টা করছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন