News71.com
 International
 24 Jul 17, 02:08 AM
 165           
 0
 24 Jul 17, 02:08 AM

সামরিক খেলায় অংশ নিতে রাশিয়ায় গেল ২২ দেশের ১২শ’ সেনা

সামরিক খেলায় অংশ নিতে রাশিয়ায় গেল ২২ দেশের ১২শ’ সেনা

আন্তর্জাতিক ডেস্কঃ চলতি মাসের শেষদিকে অনুষ্ঠিত হতে যাওয়া বার্ষিক সামরিক খেলাধুলায় অংশ নিতে ১ হাজার ২শ’র বেশি সেনা রাশিয়ায় পৌঁছেছে। সোমবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। আজারবাইজান, আর্মেনিয়া, বেলারুশ, চীন, মিশর, ভারত, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের ২২ দেশের এসব সেনা দুই সপ্তাহব্যাপী ইন্টারন্যাশনাল আর্মি গেমস ২০১৭-এ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ২৯ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২০১৫ সালে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ বছর রাশিয়া, আজারবাইজান, বেলারুশ, কাজাখস্তান ও চীন যৌথভাবে প্রতিযোগিতাটির আয়োজন করছে। সিনহুয়া।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন