News71.com
 International
 24 Jul 17, 12:00 PM
 160           
 0
 24 Jul 17, 12:00 PM

সুন্দরবনে বাঘের আক্রমণে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু।।

সুন্দরবনে বাঘের আক্রমণে ভারতীয় মৎস্যজীবীর মৃত্যু।।

নিউজ ডেস্কঃ সুন্দরবনের বাঘের আক্রমণে মৃত্যু হল এক ভারতীয় মৎস্যজীবীর। মৃতের নাম রমেশ মণ্ডল। জানা গিয়েছে, শনিবার সকালে পাঁচ সঙ্গী মিলে সুন্দরবনের ভারতের অংশে দোবাঁকির জঙ্গলের খাঁড়িতে মাছ ধরার জন্য গিয়েছিলেন কয়েকজন। প্রত্যেকেরই জঙ্গলে মাছ ধরার জন্য সরকারি অনুমতি পত্র ছিল।রবিবার সকালে যখন সঙ্গীদের সঙ্গে নদীতে মাছ ধরার জন্য জাল পাতছিলেন, ঠিক সেই সময় জঙ্গল থেকে একটি বাঘ বেরিয়ে এসে ঝাঁপিয়ে পড়ে রমেশের উপর।

এরপর তাকে নিয়েই নদীর জলে ঝাঁপ দেয় বাঘটি। চলে বাঘে মানুষে লড়াই। রমেশের বাকি চার সঙ্গী নৌকার বৈঠা, লাঠি ও বাঁশ নিয়ে ঝাপিয়ে পড়ে বাঘটির উপর। শেষ পর্যন্ত রণে ভঙ্গ দিয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে যায় বাঘ।পরে তার চার সঙ্গী বুদ্ধিস্বর মণ্ডল, তাপস বৈদ্য, সুনিল সানা ও এসমাইল শেখ গুরুতর জখম রমেশকে উদ্ধার করে নিয়ে আসেন। পথেই মৃত্যু হয় ওই মৎস্যজীবীর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন