News71.com
 International
 23 Jul 17, 06:24 AM
 166           
 0
 23 Jul 17, 06:24 AM

ইন্দোনেশিয়ায় মাদক পাচারকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন প্রেসিডেন্ট জোকো উইদাদো....

ইন্দোনেশিয়ায় মাদক পাচারকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দিলেন প্রেসিডেন্ট জোকো উইদাদো....

আন্তর্জাতিক ডেস্কঃ ইন্দোনেশিয়া ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মাদকের বিস্তার রোধে পাচারকারীদের দেখামাত্র গুলি করতে আইনপ্রয়োগকারীদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদাদো। সম্প্রতি ইন্দোনেশিয়ার একটি রাজনৈতিক দলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে দেয়া ভাষণে তিনি এ নির্দেশ দেন। তিনি বলেন, 'দৃঢ় হোন, বিশেষভাবে বিদেশি মাদক পাচারকারীদের বিষয়ে, তাদের গুলি করুন, কারণ আমরা এখন মাদক নিয়ে জরুরি অবস্থার মধ্যে আছি।প্রসঙ্গত, মাদক সংক্রান্ত বিষয়ে ইন্দোনেশিয়ায় আইন-কানুন অত্যন্ত কঠোর।

আদালত যেসব মাদক পাচারকারীকে মৃত্যুদণ্ড দিয়েছিল তাদের দণ্ড কার্যকর করার নির্দেশ দিয়ে এর আগে সমালোচিত হয়েছিলেন উইদাদো। এছাড়া উইদাদোর পক্ষ থেকে গুলি করার নির্দেশ আসার এক সপ্তাহ আগে রাজধানী জাকার্তার নিকটবর্তী একটি শহরে তাইওয়ানি এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে ইন্দোনেশীয় পুলিশ।স্থানীয় পুলিশ জানায়, একটি গোষ্ঠী ইন্দোনেশিয়ায় এক টন ক্রিস্টাল মেথামফেটামিন পাচারের চেষ্টা করছিল, নিহত তাইওয়ানি ওই গোষ্ঠীর অংশ ছিল। গ্রেফতার এড়ানোর চেষ্টাকালে সে নিহত হয় বলে দাবি করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন