News71.com
 International
 23 Jul 17, 03:32 AM
 189           
 0
 23 Jul 17, 03:32 AM

মার্কিন নিষেধাজ্ঞার জবাবে নতুন ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা ইরানের।।

মার্কিন নিষেধাজ্ঞার জবাবে নতুন ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা ইরানের।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান আরও ক্ষেপণাস্ত্র ও ব্যাপক বিধ্বংসী অস্ত্র নির্মাণ করছে, এমন অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা জোরদার করেছে যুক্তরাষ্ট্র। তবে এ পদক্ষেপে দমে না গিয়ে বরং নতুন একটি ক্ষেপণাস্ত্র নির্মাণের ঘোষণা দিয়েছে ইরান। এতে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের আরও অবনতির আশঙ্কা করছেন বিশ্লেষকরা।নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদনের ঘোষণা দেওয়া হয় শনিবার। এদিন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী হোসেইন দেহঘান এক অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র বানানোর জন্য নতুন এ উৎপাদন লাইনের ঘোষণা দেন।ইরানের নতুন সাযযাদ থ্রি নামের ক্ষেপণাস্ত্রটি ২৭ কিলোমিটার পর্যন্ত উঁচুতে উঠতে এবং ১২০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে বলে দেহঘান জানিয়েছেন। এটি যুদ্ধবিমান, অজ্ঞাত উড়ন্ত যান, ক্রুজ ক্ষেপণাস্ত্র কিংবা হেলিকপ্টারের মত লক্ষ্যবস্তুতে সহজেই আঘাত হানতে পারবে বলে জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন