আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের জনপ্রিয় হাউসি আনসারুল্লাহ আন্দোলনের সদস্যরা সৌদি আরবের একটি তেল শোধনাগার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের অব্যাহত আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে।সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইয়াবাবু প্রদেশের তেল শোধনাগারে এ হামলা চালানো হয়। হামলায় ইয়েমেনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বোরকান বা আগ্নেয়গিরি-২ ব্যবহার করা হয়েছে।স্কাড শ্রেণির এ ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির কোনো বিবরণ এখনো পাওয়া যায়নি।ইয়েমেনে সৌদি হামলায় এ পর্যন্ত নারী-শিশুসহ ১২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।
এছাড়া দেশটির অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।পারস্য উপসাগর থেকে সৌদি নৌযান আটক ইরানের পারস্য উপসাগরের ইরানি পানিসীমা থেকে সৌদি আরবের একটি নৌযান আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার সদস্যরা। সৌদি নৌযানের পাঁচ আরোহীর সবাই ভারতীয় নাগরিক বলে জানা গেছে। দুই আঞ্চলিক শক্তির মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল।সৌদি এ নৌযান আটকের খবর দিয়েছেন ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের মৎস্যজীবী সমিতির প্রধান আরদেশির ইয়ারাহমাদি। তিনি জানান ইরানের ফর্সি বন্দরের কাছ থেকে সৌদি নৌযানটি আটক করা হয়।
আরদেশির উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানায়, নৌযানের সবাইকে আটক করা হয়েছে এবং বুশেহর প্রদেশের বিচারবিভাগের হাতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, এ নিয়ে চলতি মাসে ইরানের পানিসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুটি সৌদি নৌযান আটক করা হলো। গত ৭ জুলাই প্রথম নৌযানটি আটক করা হয়।গত মাসে সৌদি উপকূলরক্ষীদের গুলিতে ইরানের এক জেলে নিহত হন। সাগরের বিশাল ঢেউয়ের কারণে ইরানি জেলেদের নৌযানটি সৌদি পানিসীমায় চলে গেলে সৌদি উপকূলরক্ষীরা তাতে গুলি চালায়।