News71.com
 International
 23 Jul 17, 01:27 AM
 156           
 0
 23 Jul 17, 01:27 AM

আফগানিস্তানে তালেবান নেতার ছেলেও আত্মঘাতী।।

আফগানিস্তানে তালেবান নেতার ছেলেও আত্মঘাতী।।

আন্তর্জাতিক ডেস্কঃ আফগান তালেবানের শীর্ষ নেতা মোল্লা হাইবাতুল্লাহ আখুন্দজাদার ছেলে আব্দুর রহমান আত্মঘাতী হামলাকারী হিসেবে প্রশিক্ষণ নিয়েছিল। এবার আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে আত্মঘাতী হামলা চালিয়ে মারা গেছেন তিনি।বৃহস্পতিবার হেলমান্দের গেরেশক শহরে আফগান সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী গাড়িবোমা হামলা চালান আব্দুর রহমান, আফগান তালেবানের অন্যতম প্রধান মুখপাত্র ক্বারি ইউসুফ আহমাদি এ কথা জানান। ২৩ বছর বয়সী আব্দুর রহমান হাফিজ খালিদ নামেও পরিচিত ছিলেন।

আফগান তালেবানের দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র ক্বারি আহমাদি জানান, আব্দুর রহমান মাদরাসার ছাত্র ছিলেন কিন্তু আত্মঘাতী হামলা চালাতে চাইছিলেন। গত বৃহস্পতিবার তিনি তার উদ্দেশ্য পূরণ করেছেন, বলেছেন তিনি।বৃহস্পতিবার গেরেশকের আশপাশে তুমুল লড়াইয়ের সময় ছিনিয়ে নেওয়া তিনটি হামভি সামরিক যান নিয়ে তল্লাশিচৌকিগুলোতে আত্মঘাতী হামলায় চালায় তালেবান জঙ্গিরা।হাইবাতুল্লাহ পরিবারের ঘনিষ্ঠ এক জ্যেষ্ঠ তালেবান সদস্য জানিয়েছেন, গত বছর তার বাবা তালেবানের নেতা হওয়ার অনেক আগে থেকেই আব্দুর রহমান আত্মঘাতী বোমারু হিসেবে নথিবদ্ধ ছিলেন, তার বাবা দায়িত্ব নেওয়ার পরও লক্ষ্য থেকে সরে আসেননি তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন