News71.com
 International
 23 Jul 17, 01:24 AM
 158           
 0
 23 Jul 17, 01:24 AM

পারস্য উপসাগর থেকে সৌদি নৌযানকে আটক করল ইরান ।।

পারস্য উপসাগর থেকে সৌদি নৌযানকে আটক করল ইরান ।।

আন্তর্জাতিক ডেস্কঃ পারস্য উপসাগরের ইরানি পানিসীমা থেকে সৌদি আরবের একটি নৌযান আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌশাখার সদস্যরা। সৌদি নৌযানের পাঁচ আরোহীর সবাই ভারতীয় নাগরিক বলে জানা গেছে। দুই আঞ্চলিক শক্তির মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল।সৌদি এ নৌযান আটকের খবর দিয়েছেন ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের মৎস্যজীবী সমিতির প্রধান আরদেশির ইয়ারাহমাদি। তিনি জানান ইরানের ফর্সি বন্দরের কাছ থেকে সৌদি নৌযানটি আটক করা হয়।

আরদেশির উদ্ধৃতি দিয়ে পারসনিউজ জানায়, নৌযানের সবাইকে আটক করা হয়েছে এবং বুশেহর প্রদেশের বিচারবিভাগের হাতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন, এ নিয়ে চলতি মাসে ইরানের পানিসীমায় অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দুটি সৌদি নৌযান আটক করা হলো। গত ৭ জুলাই প্রথম নৌযানটি আটক করা হয়।গত মাসে সৌদি উপকূলরক্ষীদের গুলিতে ইরানের এক জেলে নিহত হন। সাগরের বিশাল ঢেউয়ের কারণে ইরানি জেলেদের নৌযানটি সৌদি পানিসীমায় চলে গেলে সৌদি উপকূলরক্ষীরা তাতে গুলি চালায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন