আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে শুক্রবার মার্কিন বিমান হামলায় অন্তত ১২ জন আফগান সৈন্য নিহত হয়েছেন। ভুল করে এ ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলেও দাবি করেছে মার্কিন সেনাবাহিনী।ওই হামলার ঘটনায় নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, হেলমান্দ প্রদেশের গেরেশক জেলার একটি ভবনে বিমান হামলা চালানো হয়।এতে এ হতাহতের ঘটনা ঘটে।
মার্কিন সেনাবাহিনীর পক্ষ থেকে এ হামলার খবর আফগান সরকারকে জানানো হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।তবে মার্কিন বাহিনী তাদের হামলায় নিহত আফগান সৈন্যদের সংখ্যা উল্লেখ করেনি।এদিকে, হেলমান্দ পুলিশ প্রধান আব্দুল গফর সাফি আল-জাজিরাকে বলেন, মার্কিন বিমান হামলায় দুই কমান্ডারসহ ১২ জন পুলিশ সদস্য নিহত হয়েছে।এছাড়া, আহত হয়েছে আরো অনেকে।প্রসঙ্গত, ওই এলাকায় জঙ্গি সংগঠন তালিবানের বিরুদ্ধে লড়িাই করছে আফগান সেনারা।আর তাদের সমর্থন দিচ্ছে যুক্তরাষ্ট্র।আফগানিস্তানে বর্তমানে ৮,৪০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে।