আন্তর্জাতিক ডেস্কঃ শুক্রবার জেরুজালেমে ইসরাইলি বাহিনীর গুলিতে নিহত এক ফিলিস্তিনির লাশ নিয়ে বিক্ষোভ করছে তরুণরা।জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ এলাকায় নতুন করে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেয়ায় শুক্রবার ফিলিস্তিনি বিক্ষোভকারী ও ইসরাইলি বাহিনীর সংঘর্ষ হয়।এতে তিন ফিলিস্তিনি নিহত ও কয়েক শ' আহত হয়েছেন।একই দিন ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লার কাছে বসতিতে ছুরিকাঘাতে তিন ইসরাইলি নিহত হয়েছেন।এ ছাড়া হালামিশে হামলায় আরেক ইসরাইলি আহত হয়েছেন।ইসরাইলের সামরিক বাহিনী জানায়, হামলাকারীকে গুলি ও আটক করা হয়েছে।তবে তার শারীরিক অবস্থা কেমন, তা জানা যায়নি।
এদিকে হারাম আল-শরিফ প্রাঙ্গণের প্রবেশপথে মেটাল ডিটেক্টর বসানো ও সংঘর্ষের পর ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, তিনি ইসরাইলের সাথে সব ধরণের যোগাযোগ বন্ধ করতে চান।তবে ইসরাইলি সেনাবাহিনীর দাবি, এক সপ্তাহ আগে ওই এলাকায় হামলায় তাদের দুই পুলিশ সদস্য নিহত হয়।এ কারণে সেখানে অতিরিক্ত নিরাপত্তা প্রয়োজন।২০১৫ সালের শেষ দিক থেকে ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ ও সহিসংতা বেড়েছে।এগুলোর মধ্যে ছুরিকাঘাত, গুলি, গাড়ি নিয়ে হামলার ঘটনা রয়েছে।গত দুই বছরে সংঘর্ষে কমপক্ষে ২৫৫ জন ফিলিস্তিনি নাগরিক, ৪৭ জন ইসরাইলি এবং পাঁচজন বিদেশি নাগরিক নিহত হয়েছে।বিভিন্ন গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।