News71.com
 International
 22 Jul 17, 12:28 PM
 170           
 0
 22 Jul 17, 12:28 PM

ব্রিটেনের প্রথম নারী প্রধান বিচারপতি হলেন ৭২ বছর বয়সি ব্যারোনেস হেল

ব্রিটেনের প্রথম নারী প্রধান বিচারপতি হলেন ৭২ বছর বয়সি ব্যারোনেস হেল

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রিটেনে প্রথমবারের মতো শীর্ষ বিচারপতি পদে একজন নারী নিয়োগ পাচ্ছেন। তিনিই দেশটির সুপ্রিম কোর্টের পরবর্তী প্রেসিডেন্ট বা প্রধান বিচারপতি হতে যাচ্ছেন বলে আশা করা হচ্ছে। ৭২ বছর বয়সী ব্যারোনেস হেল (লেডি হেল নামেও পরিচিত) নামের এই নারী বিচারপতি এখন সুপ্রিম কোর্টে ডেপুটি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তিনি ইতোমধ্যেই নারী বিচারপতি হিসেবে শীর্ষ অবস্থানে আছেন। ডাউনিং স্ট্রিট শিগগিরই সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট হিসেবে তার নাম ঘোষণা করতে যাচ্ছে বলে জানা গেছে। নিয়োগ পেলে তিনি বছরে ২ লাখ ২৫ হাজার ইউরো আয় করবেন। ২০০৪ সালে তিনি প্রথমবারের মতো একজন নারী হিসেবে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পান। নতুন শীর্ষ বিচারক হিসেবে নিজের নাম ঘোষণার পর তিনি বলেন, এটা একটা বিরাট সম্মান এবং একইসঙ্গে চ্যালেঞ্জেরও। পূর্বসূরির দেখানো সাফল্যের পথে হাঁটতে আমি অপেক্ষায় রয়েছি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন