আন্তর্জাতিক ডেস্ক : মার্চ-এপ্রিলের পরিবর্তে এবার থেকে ডিসেম্বর-জানুয়ারিকেই অর্থবর্ষের ধরা নিয়ে পরিকল্পনা শুরু করেছে সরকার। আজ লোকসভার বাদল অধিবেশনে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। অর্থবর্ষের সময় পরিবর্তনের বিষয়টি নিয়ে কিছুদিন ধরেই আলোচনা হচ্ছিল। আজ তারই লিখিত জবাবে সংসদে অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে।
তিনি বলেন, বিষয়টি পর্যালোচনার জন্য অর্থ বিষায়ক উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শঙ্কর আচার্যর নেতৃত্বে একটি কমিটি গড়া হয়েছে। সেই কমিটি তাদের রিপোর্ট ইতিমধ্যেই কেন্দ্রীয় অর্থমন্ত্রকের কাছে জমা দিয়েছে। তবে, আগামী বছরের বাজেট বক্তৃতা ২০১৮-র ফেব্রুয়ারি থেকে চলতি বছর নভেম্বর নিয়ে আসা হবে কি না সেব্যাপারে তিনি কোনও মন্তব্য করেননি।