News71.com
 International
 22 Jul 17, 11:33 AM
 158           
 0
 22 Jul 17, 11:33 AM

চিনা সংবাদপত্রে ভারতকে যুদ্ধের জন্য সরাসরি হুঁশিয়ারি

চিনা সংবাদপত্রে ভারতকে যুদ্ধের জন্য সরাসরি হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : সিকিমের ডোকলাম এলাকা নিয়ে গত একমাস ধরে ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ ক্রমাগত চড়ছে। এবার চিনা সংবাদপত্রে সরাসরি আক্রমণ করা হল ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকে। একইসঙ্গে যুদ্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। সংবাদপত্রে বলা হয়েছে, সংসদে সিকিম সীমান্ত সমস্যা প্রসঙ্গে সুষমা স্বরাজ বলেছেন যে অন্য দেশের সমর্থন ভারতের পক্ষে রয়েছে। যা আদতে 'মিথ্যা'। ভারত 'ইচ্ছে করে চিনের জমিতে ঢুকে' রাস্তা তৈরিতে বাধা সৃষ্টি করছে বলেও, উল্লেখ করা হয়েছে সংবাদপত্র গ্লোবাল টাইমসে।
গ্লোবাল টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চিনের ধৈর্য পরীক্ষা করছে ভারত। কিন্তু ভারত যদি এরপরও এখনই সিকিম সীমান্ত থেকে সেনা না সরায়, তবে এবার চিনকে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তিব্বতে চিনা সেনার মহড়া কোনও দেখনদারির জন্য ছিল না। চিনের অস্ত্রভান্ডারের সঙ্গে ভারতের অস্ত্রভান্ডারের কোনও তুলনা চলে না। চিনের হাতে যে পরিমাণ অস্ত্রসামগ্রী রয়েছে, যুদ্ধ বাঁধলে 'উড়ে যাবে' ভারত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন