আন্তর্জাতিক ডেস্কঃ স্বেচ্ছাসেবী সংগঠনের আড়ালেই কানাডা থেকে অর্থ সাহায্য করা হচ্ছে জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনকে।এতে বিশেষ ভূমিকা রাখে জামাত ইসলামি পাকিস্তান।সম্প্রতি হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিনকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে চিহ্নিত করে মার্কিন যুক্তরাষ্ট্র।এরপরেই সামনে উঠে এলো, কানাডায় গড়ে ওঠা এনজিও ভূমিকা রাখছে ভারতের জম্মু-কাশ্মীরে নাশকতা ছড়াতে। এ ব্যাপারে কানাডার রাজস্ব বিভাগের দাবি, জামাত ইসলামি পাকিস্তানের হয়েই তহবিল সংগ্রহ করে দু'টি এনজিও। সেই টাকা ঘুরপথে পৌঁছে যায় হিজবুল জঙ্গি তহবিলে।ধর্মকে ভিত্তি করে চলা এই দু'টি সংগঠনের নাম ইসলামিক সার্ভিসেস অফ কানাডা এবং কানাডিয়ান ইসলামিক ট্রাস্ট ফাউন্ডেশন। গত ২০১১ সাল থেকে সক্রিয় সংস্থা দু'টি ইসলামিক সোসাইটি অফ নর্দান আমেরিকা দ্বারা নিবন্ধীকৃত।রিপোর্টে বলা হয়েছে, দু'টি এনজিও টরেন্টোর জামি মসজিদের মাধ্যমে মূলত তহবিল সংগ্রহ করে।এর জন্য রিলিফ অর্গানাইজেশন অফ কাশ্মীরি মুসলিমস গড়ে তোলা হয়েছে।এই সূত্র ধরেই পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গি সংগঠনে অর্থের জোগান পৌঁছে যাওয়ার বিষয়টি জানতে পেরেছে কানাডার রাজস্ব বিভাগ। এদিকে বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফ্ফরাবাদের হেডকোয়ার্টার আছে হিজবুল মুজাহিদিনের সংগঠনের শীর্ষ নেতা সৈয়দ সালাউদ্দিন।এই জঙ্গি নেতার নির্দেশে জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সাহায্য করে হিজবুল মুজাহিদিন।যদিও মুজাফ্ফরাবাদের হিজবুল ঘাঁটির বিষয়টি বারবার উড়িয়ে দিয়েছে পাকিস্তান।