News71.com
 International
 21 Jul 17, 07:26 AM
 196           
 0
 21 Jul 17, 07:26 AM

ইপসোসের জরিপ: গত নির্বাচনে ভোট দেয়া প্রতি ৮ ভোটারের মধ্যে একজন ট্রাম্পকে ফের ভোট দেবে না

ইপসোসের জরিপ: গত নির্বাচনে ভোট দেয়া প্রতি ৮ ভোটারের মধ্যে একজন ট্রাম্পকে ফের ভোট দেবে না

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্ষমতারোহনের ছয় মাস পূর্তির দিনে ইপসোসের একটি জরিপে এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন তাদের মধ্যে প্রতি আটজনের একজন বলছেন, দ্বিতীয়বার আর তারা তাকে ভোট দেবেন না। জরিপ সংস্থা ইপসোসের বরাত দিয়ে বিশবনন্দিত সংবাদ মাধ্যম রয়টার্স এই খবর জানাচ্ছে ।

জরিপে অংশ নেয়া শতকরা ১২ জন বলেছেন নির্বাচন যদি ফের অনুষ্ঠিত হয় তবে তারা আর ট্রাম্পকে ভোট দেবেন না। তবে শতকরা ৮৮ জন বলেছেন তারা ট্রাম্পের কাজে খুব খুশি। শুধু তাই নয় পুনরায় ভোট হলে তারা অবশ্যই তাকে আবার ভোট দেবেন। উল্লেখ্য এর আগে গত মে মাসে ট্রাম্পের ভোটারদের মধ্যে শতকরা ৮২ জন বলেছিলেন তারা ফের তাকেই ভোট দেবেন। সেই হিসাবে নিজের ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা কিছুটা বেড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন