News71.com
 International
 21 Jul 17, 06:31 AM
 201           
 0
 21 Jul 17, 06:31 AM

উত্তর কোরিয়ায় ভ্রমণ নিষিদ্ধ হচ্ছে মার্কিন নাগরিকদের।।

উত্তর কোরিয়ায় ভ্রমণ নিষিদ্ধ হচ্ছে মার্কিন নাগরিকদের।।

আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়ায় নিজ দেশের নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি এ তথ্য জানিয়েছে দেশটিতে ভ্রমণ পরিচালনাকারী দুটি সংস্থা। কোরিও ট্যুরস এবং ইয়াং পাইওনিয়ার নামে সংস্থা দুটি জানায়,২৭ এ জুলাইয়ে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে। এ নিষেধাজ্ঞা কার্যকর হবে ৩০ দিন পরই। তবে এ নিষেধাজ্ঞা আরোপের এ খবর নিশ্চিত করে জানায়নি মার্কিন সরকারি সূত্র।

ইয়ং পাইওনিয়ার সংস্থার মাধ্যমেই উত্তর কোরিয়ায় গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের ছাত্র ওটো ওয়ার্মবিয়ার। পরে সেখানে তিনি গ্রেপ্তার হন এবং তার ১৫ বছরের জেল হয়। আজ শুক্রবার প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে,আমরা এইমাত্র জানতে পারলাম যে,যুক্তরাষ্ট্র সরকার আর সেদেশের নাগরিকদেরকে উত্তর কোরিয়া (ডিপিআরকে) ভ্রমণ করতে দেবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন