আন্তর্জাতিক ডেস্কঃ মেক্সিকোতে সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে মাদক চোরাচালান চক্রের আট সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মেক্সিকো সিটিতে এ ঘটনা ঘটে। দেশটিতে মাদক চক্রের সঙ্গে বন্দুকযুদ্ধের ঘটনা প্রায়ই ঘটে থাকলেও রাজধানীতে বিরল। এক বিবৃতিতে মেক্সিকো নৌ-বাহিনী জানিয়েছে,মহাসড়কে মাদক ব্যবসায়ী চক্রের সঙ্গে সেনাদের অভিযানের বিষয়ে ফেডারেল কর্তৃপক্ষকে সহায়তা করছে নৌ-বাহিনী। ব্যবসায়ীদের প্রতিহত করার ব্লক অভিযানে নৌ-সেনাদের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল।