News71.com
 International
 21 Jul 17, 02:14 AM
 212           
 0
 21 Jul 17, 02:14 AM

২২ বছর বয়সেই অস্ট্রেলিয়ার সিনেটর হতে যাচ্ছেন জর্ডন স্টিল।।  

২২ বছর বয়সেই অস্ট্রেলিয়ার সিনেটর হতে যাচ্ছেন জর্ডন স্টিল।।    

আন্তর্জাতিক ডেস্কঃ গত বছর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীর কাছে হেরে যান জর্ডন স্টিল-জন। তিনি এখনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বয়স সবে ২২। সবকিছু ঠিক থাকলে তিনিই এবার অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে কমবয়সী সিনেটর হতে যাচ্ছেন। জর্ডন স্টিল সেরিব্রাল পালসিতে আক্রান্ত। পড়াশুনা শেষ করে শারিরীক ও মানসিক ভাবে অক্ষমদের হয়ে আইনি লড়াই করতে চান। সংসদেও তিনি তরুণ ও অক্ষমদের বিষয়ে প্রতিনিধিত্ব করতে আগ্রহী বলে জানিয়েছেন। গত বছর যার কাছে নির্বাচনে হেরে যান সেই স্কট লুডল্যামকেই নিজের গুরু মানেন জর্ডন স্টিল।

লুডল্যামের দ্বৈত নাগরিকত্ব রয়েছে। অস্ট্রেলিয়ার পাশাপাশি নিউজিল্যান্ডের নাগরিকত্ব (লুডল্যামের জন্মস্থান) থাকার বিষয়টি গত সপ্তাহে ফাঁস হয়। তাই তাকে সিনেট থেকে পদত্যাগ করতে হয়েছে। আর এটাই জর্ডনকে সবচেয়ে কম বয়সে সিনেটর হওয়ার সুযোগ করে দিয়েছে। এ বিষয়ে তিনি নিজ দলেরও সমর্থন পেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন