আন্তর্জাতিক ডেস্কঃ ভেনিজুয়েলায় সরকারবিরোধীদের ডাকা ধর্মঘটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবারের এই ধর্মঘটে পুলিশ বিভিন্ন এলাকা থেকে তিনশ’রও বেশি বিক্ষোভকারীকে আটক করেছে। এই মাসের শেষে নতুন একটি সাংবিধানিক অ্যাসেম্বলির অনুমোদন পেতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যে গণভোটের ঘোষণা দিয়েছেন তা বাতিলের দাবিতে কয়েক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে আসছে বিরোধীরা। আন্দোলনের অংশ হিসেবে গত সোমবার দেশজুড়ে অনানুষ্ঠানিক গণভোট করে তারা। আগামী শনিবার দেশজুড়ে বিক্ষোভেরও কর্মসূচি আছে বিরোধীদের।
সমালোচকরা বলছেন,মাদুরো যে সাংবিধানিক অ্যাসেম্বলির প্রস্তাব করেছেন তা বর্তমান সাধারণ অ্যাসেম্বলির ক্ষমতাকে খর্ব করে প্রেসিডেন্টের শাসন আরও সুসংহত করবে। সাধারণ অ্যাসেম্বলিতে মাদুরোবিরোধীরা সংখ্যাগরিষ্ঠ। রাজধানী কারাকাসের বেশ কয়েকটি রাস্তায় আসবাবপত্র ও ঝুটময়লার ব্যারিকেড দেয় ধর্মঘটকারীরা। বেশ কয়েকটি শহরে পুলিশ বিক্ষোভকারীদের সরাতে কাঁদানে গ্যাস ছোড়ে ও লাঠিচার্জ করে। পুলিশের সঙ্গে সংঘর্ষে কারাকাসের উপকণ্ঠে একজন এবং উত্তরাঞ্চলীয় শহর ভ্যালেন্সিয়ায় দুইজন নিহত হয়েছেন।