আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল৷ মার্কিন বিদেশ দফতরের অভিযোগ,সৌদি আরবের বেশ কিছু নাগরিক এবং বেশ কয়েকটি প্রতিষ্ঠান মুসলিম দুনিয়ার বিভিন্ন সন্ত্রাসবাদী সংগঠনকে নিয়মিত অর্থ সরবরাহ করছে৷ মার্কিন সরকারের বার্ষিক প্রতিবেদনে প্রকাশিত এই অভিযোগের কথা তুলে ধরা হয়েছে। এদিকে এই সংবাদ সম্প্রচারিত হতেই রীতিমতো হইচই পড়ে গিয়েছে আরব দুনিয়ায়৷ একদিকে যেমন সৌদি আরবের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে,অন্যদিকে সন্ত্রাসদমনে ব্যাপক চেষ্টা চালাচ্ছে কাতার৷ আমেরিকার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে,২০১৬ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কাতার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল৷ পাশাপাশি বিশ্বের অন্য সমস্ত সন্ত্রাসবিরোধী দেশগুলির সঙ্গে চমৎকারভাবে সহযোগিতা করেছিল৷
মার্কিন বিদেশ দফতর জানিয়েছে,মধ্যপ্রাচ্যের সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে অর্থ জোগানের বিরুদ্ধে কাতার অগ্রগতি করছে। পাশাপাশি শঙ্কা করা হয়েছে,কাতার থেকে বেসরকারিভাবে সন্ত্রাসবাদীদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু রয়েছে। একই সঙ্গে মার্কিন বিদেশ দফতর জানাচ্ছে,সৌদি আরব থেকে প্রচুর পরিমাণে অর্থ পৌঁছে যাচ্ছে কুখ্যাত সন্ত্রাসবাদীদের কাছে। যদিও মার্কিন সরকারের এই অভিযোগ অস্বীকার করেনি সৌদি সরকার৷ তারা বলছে,এই ধরনের অর্থ জোগান দেওয়ার প্রচেষ্টা বন্ধ করেছে সৌদি সরকার৷এ ব্যাপারে তারা মার্কিন সরকারকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাসও দিয়েছে৷