News71.com
 International
 20 Jul 17, 09:03 AM
 207           
 0
 20 Jul 17, 09:03 AM

স্ত্রী জয়ী ভারতের শ্রেষ্ঠ সংসদ সদস্যের পুরস্কার পাওয়ায় গর্বিত স্বামী অমিতাভ বচ্চন।।

স্ত্রী জয়ী ভারতের শ্রেষ্ঠ সংসদ সদস্যের পুরস্কার পাওয়ায় গর্বিত স্বামী অমিতাভ বচ্চন।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের শ্রেষ্ঠ সংসদ সদস্যের পুরস্কার পেয়েছেন জয়া বচ্চন। তা নিয়ে গর্বিত অমিতাভ বচ্চন। গতকাল টুইটবার্তায় এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অমিতাভ। লেখেন,জয়ার এই পুরস্কার তাঁর পরিবারের সদস্যদের গর্বিত করেছে। অমিতাভ আরও লিখেছেন,আজ জয়া বেস্ট পার্লামেন্টিয়ানের পুরস্কার পেয়েছে। আমাদের পরিবারের সদস্যদের সবার কাছে তা গর্বের।

শুধু টুইটবার্তা নয়,নিজের ব্লগেও উচ্ছ্বাস প্রকাশ করেছেন অমিতাভ। লিখেছেন, সম্মানের সঙ্গে বেস্ট পার্লামেন্টিয়ান অ্যাওয়ার্ড জিতেছে জয়া। এর থেকে খুশির খবর আমাদের পরিবারের কাছে আর কিছু হতে পারে না। সংসদের প্রতি প্রতিশ্রুতিবান থাকার পাশাপাশি হাজিরা ও অংশগ্রহনের দিক থেকে রেকর্ড গড়েছে জয়া। গণতন্ত্রের আসনের প্রতি নিজের সম্মান দেখিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন