News71.com
 International
 20 Jul 17, 08:21 AM
 178           
 0
 20 Jul 17, 08:21 AM

ড্রোন বিক্রিতে আমেরিকাকে টেক্কা দিল চীন।।

ড্রোন বিক্রিতে আমেরিকাকে টেক্কা দিল চীন।।

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে চীনের ড্রোনের বাজার বেশ রমরমা হয়ে উঠেছে।মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণ ওয়াশিংটন থেকে ড্রোন কিনতে ব্যর্থ অনেকে দেশ চীনে ভিড় জমাতে শুরু করায় দেশটির ড্রোনের বাজার এ ভাবে গরম হয়ে উঠেছে। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরো বলা হয়েছে, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার অনেক দেশের আরোপ ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।এ দেশের কাছে শক্তিশালী সামরিক ড্রোন বিক্রির ওপর রয়েছে মার্কিন বাধা নিষেধ।ফলে বিকল্প হিসেবে এ সব দেশ চীনের বাজারে ভিড় জমাচ্ছে। প্রতিবেদন বলা হয়, ড্রোন বাজারের শূন্যতা পূরণ করছে চীন এবং সৌদি আরব, ইরাক, মিশর এবং উত্তর কোরিয়ার কাছে বিক্রি করছে সামরিক ড্রোন।এ ড্রোন আমেরিকার ড্রোনের চেয়ে দামেও সস্তা পড়ছে।একে আমেরিকার জন্য কৌশলগত এবং বাণিজ্যিক আঘাত হিসেবে উল্লেখ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন