আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগড়হার প্রদেশে মাইন তৈরির সময় বিস্ফোরণে কট্টরপন্থী ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের অনুগত সাত জঙ্গি নিহত হয়েছে।আজ বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা এ কথা জানান।নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, মঙ্গলবার পাচিরাগাম জেলার গোদারি গ্রামে এ ঘটনা ঘটে।
নিরাপত্তা বাহিনীর গাড়ি বহর লক্ষ্য করে হামলা চালাতে রাস্তার পাশে পেতে রাখার জন্য মাইন তৈরি করার সময় এ বিস্ফোরণ ঘটে।এ ঘটনায় ঘটনাস্থলেই সাতজন নিহত হয়। তবে এ ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত আইএসের কোনো মন্তব্য পাওয়া যায়নি।কাবুলের প্রায় ১২০ কিলোমিটার পূর্বে নানগড়হার প্রদেশের কয়েকটি এলাকায় আইএস জঙ্গিরা সক্রিয় রয়েছে।