News71.com
 International
 20 Jul 17, 07:36 AM
 170           
 0
 20 Jul 17, 07:36 AM

সিরিয়ায় বিরোধীরা আর মার্কিন অস্ত্র পাবে না।।

সিরিয়ায় বিরোধীরা আর মার্কিন অস্ত্র পাবে না।।

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়ায় সরকারবিরোধী বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ার যে গোপন কর্মসূচি চার বছর ধরে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ চালিয়ে আসছিল, তা সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নত করতে ট্রাম্প প্রশাসনের চেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে বলে যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তাদের মধ্যে একজন মন্তব্য করেছেন।সিরিয়ায় ছয় বছর ধরে চলা গৃহযুদ্ধের পরও আসাদ সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে বিরাট সাফল্য দেখিয়েছে রাশিয়া ও ইরান সমর্থক গোষ্ঠীগুলো।২০১৩ সাল থেকে সিরিয়ার সরকার বিরোধীদের অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়া শুরু করেছিল সিআইএ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন