News71.com
 International
 20 Jul 17, 07:36 AM
 191           
 0
 20 Jul 17, 07:36 AM

রাশিয়া থেকে বিপুলসংখ্যক টি-৯০ ট্যাংক কিনছে ইরাক।।

রাশিয়া থেকে বিপুলসংখ্যক টি-৯০ ট্যাংক কিনছে ইরাক।।

আন্তর্জাতিক ডেস্কঃ ইরাকের সশস্ত্র বাহিনী শিগগিরই রাশিয়ার নির্মিত টি-৯০ ট্যাংক গ্রহণ করবে বলে জানিয়েছেন ক্রেমলিন এক সহযোগী।মার্কিন আব্রাহাম ট্যাংকের পাশাপাশি মোতায়েন হবে এ সব ট্যাংক।রুশ প্রেসিডেন্টের সামরিক সহযোগিতা বিষয়ক সহযোগী ভ্লাদিমির কোজিন আরো জানান, ব্যাপক সংখ্যক টি-৯০ ট্যাংক কেনার চুক্তি করেছে ইরাক।বাগদাদ এবং টি-৯০ ট্যাংক নির্মাণকারী সংস্থা উরালভাগোনজাভোদের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানান তিনি।তিনি বলেন, কতোগুলো ট্যাংক কেনা হবে সে কথা বলা যাবে না তবে এটি বেশ উল্লেখযোগ্য হবে। অবশ্য এর আগে ট্যাংক নির্মাণকারী সংস্থা জানিয়েছিল, চলতি বছর তারা ইরাককে ৭৩টি টি-৯০এস/এসকে ট্যাংক সরবরাহ করবে।

এদিকে রাশিয়ার কাছ থেকে ট্যাংক কেনার বিষয়টি নিশ্চিত করেছে ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়।এ ছাড়া, রুশ দৈনিক ইজভেজতিয়ায় এক খবরে বলা হয়েছে, ৭৩টির টি-৯০ ট্যাংকের পরও আরো ট্যাংক পাঠানো হবে।এ সংখ্যা ‘শত শত’ হতে পারে এবং ১০০ কোটি ডলারের বেশি এ জন্য ব্যয় হতে পারে।কিন্তু এ নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে মস্কোর অস্ত্র বাণিজ্য তদারকিতে নিয়োজিত সংস্থা ফেডারেল সার্ভিস ফল মিলিটারি-টেকনিক্যাল কোঅপারেশন।সিরিয়ার সফল ব্যবহার দেখার পরই টি-৯০ ট্যাংক কেনার সিদ্ধান্ত নেয় ইরাক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন