News71.com
 International
 20 Jul 17, 07:18 AM
 177           
 0
 20 Jul 17, 07:18 AM

কুয়েতে বিভিন্ন দেশের ১২০৭ কারাবন্দি মুক্ত।।  

কুয়েতে বিভিন্ন দেশের ১২০৭ কারাবন্দি মুক্ত।।   

আন্তর্জাতিক ডেস্কঃ কুয়েতে বিভিন্ন অপরাধের দায়ে বিভিন্ন দেশের ১২০৭ জন কারাবন্দি অপরাধীকে ক্ষমা করে দিয়েছে কুয়েতে মহামহিম আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সুত্র এ খবর জানায়। এই ক্ষমা কোন বাংলাদেশির ভাগ্যে জুটেছে কিনা জানতে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে শ্রম কাউন্সিলর আব্দুল লতিফ খান জানাতে পারেন নি। এই বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষ খোঁজ নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

কুয়েতের বিচারক মন্ত্রী ডঃ ফালাহ আল আজাব গত মঙ্গলবার এই ঘোষণার কথা উল্লেখ করেন। সেখাতে মহামহিম আমির শেখ সাবাহ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ এবছর আরো অনেক অপরাধীকে অ্যামনেস্টি প্রদান করবে বলে উল্লেখ করা হয়েছে। এদিকে কুয়েত প্রবাসীরা বাংলাদেশ দূতাবাস সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কুয়েতে জেলে অবস্থানরত প্রবাসীদের এই সুযোগের আওতায় আনার কোন রাস্তা আছে কিনা তা দেখার আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন