News71.com
 International
 20 Jul 17, 07:03 AM
 151           
 0
 20 Jul 17, 07:03 AM

প্রচণ্ড ঝড়বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরে ৬ জনের মৃত্যু।।

প্রচণ্ড ঝড়বৃষ্টিতে জম্মু ও কাশ্মীরে ৬ জনের মৃত্যু।।

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের ডোডা জেলায় প্রচণ্ড ঝড়বৃষ্টির তাণ্ডবে অন্তত ছয়জন মারা গেছে। গতকাল বুধবার রাতে ওই এলাকায় ভারি বৃষ্টিপাত হয়েছে বলে খবর হয়েছে। আজ বৃহস্পতিবার কর্তৃপক্ষ নিহতদের লাশ উদ্ধার করেছে। ঝড়বৃষ্টির ক্ষয়ক্ষতি সম্পর্কে পুলিশ জানিয়েছে,একটি স্কুল ভবনসহ বেশ কয়েকটি বাড়ি ও দোকানঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আরো ১১ জন আহত হয়েছেন।

জম্মু অঞ্চলের ডোডাতে চলতি বছরের বর্ষাকালে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পাশাপাশি ভারি বৃষ্টিপাতে ভারতের আসাম,মনিপুর ও উড়িষ্যা রাজ্যে অনেক এলাকায়ও আকস্মিক বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগ দেখা দিচ্ছে। এর আগে ২০১৪ সালে নজিরবিহীন বন্যায় কাশ্মিরের প্রধান শহর শ্রীনগরসহ অধিকাংশ আবাসিক এলাকা কয়েক ফুট পানির নিচে ডুবে গিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন