News71.com
 International
 20 Jul 17, 01:53 AM
 218           
 0
 20 Jul 17, 01:53 AM

চীনা নারীকে ধর্ষণের দায়ে সিঙ্গাপুরে এক বাংলাদেশির ১১ বছরের জেল।।

চীনা নারীকে ধর্ষণের দায়ে সিঙ্গাপুরে এক বাংলাদেশির ১১ বছরের জেল।।

নিউজ ডেস্কঃ প্রবাসী স্বামীর সঙ্গে দেখা করতে সিঙ্গাপুরে আসা এক চীনা নারীকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৩২) নামের এক বাংলাদেশিকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।একই সঙ্গে তাকে ৯ বার বেত্রাঘাতেরও আদেশ দেওয়া হয়েছে।খবরে বলা হয়েছে, আদালতে বিচারাধীন অবস্থায় অভিযোগ স্বীকার করে নেওয়ায় বুধবার বাংলাদেশি নির্মাণ শ্রমিককে এই সাজা দেয়া সিঙ্গাপুরের হাইকোর্ট।খবরে বলা হয়, ৪৪ বছর বয়সী ওই চীনা নারী তার প্রবাসী স্বামীর সঙ্গে দেখা করতে গত বছর ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুরের গেইলাংয়ে যান। পাশের বাড়িতে থাকতেন আনোয়ার।২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারির ঘটনা।ওইদিন বেলা ১১টার দিকে আনোয়ার একটি টুথব্রাশ হাতে নিয়ে তার ওই প্রতিবেশীর দরজায় নক করেন। ওই নারীর স্বামী তখন বাসায় ছিলেন না। আনোয়ার টুথপেস্ট চাইলে ওই নারী টুথপেস্ট আনতে ওয়াশরুমে যান। এই ফাঁকে আনোয়ার ঘরে প্রবেশ করে দরজা আটকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন