News71.com
 International
 20 Jul 17, 12:47 PM
 216           
 0
 20 Jul 17, 12:47 PM

দাবানলের পর পর্তুগালে উইক্যালিপটাস গাছের সংখ্যা কমানোর সিদ্ধান্ত ।।

দাবানলের পর পর্তুগালে উইক্যালিপটাস গাছের সংখ্যা কমানোর সিদ্ধান্ত ।।

আন্তর্জাতিক ডেস্কঃ দেশে উইক্যালিপটাস গাছের সংখ্যা কমিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে পর্তুগাল সরকার। গত মাসের ভয়াবহ দাবানলের পর এ সিদ্ধান্ত নেয়া হয়।ইউক্যালিপটাস গাছ থেকে দাবানলটি ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। কেননা, গাছটি অন্যান্য গাছের তুলনায় অধিক দাহ্য। চলতি বনভূমি আইন সংস্কারের অংশ হিসেবে বুধবার এই পদক্ষেপের ব্যাপারে পার্লামেন্টে ভোটাভুটি হয়। পর্তুগালের পেদ্রোগাও গ্র্যান্ড অঞ্চলে ভয়াবহ দাবানলটি ছড়িয়ে পড়ার আগেই এটি শুরু হয়।সেখানে এ প্রাকৃতিক দুর্যোগে ৬৪ জন প্রাণ হারায় এবং ২৫০ জনের বেশি লোক দগ্ধ হন।

প্রধানমন্ত্রী অ্যান্টোনিও কস্তা এ ধরনের বিপর্যয় থেকে রক্ষা পেতে গত সপ্তাহে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি নতুন করে বনভূমি সৃষ্টির চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।পর্তুগালের ইনস্টিটিউট ফর ন্যাচার কনজারভেশন অ্যান্ড ফরেস্ট জানায়, দেশটিতে ইউক্যালিপটাস গাছের সংখ্যা সবচেয়ে বেশি। গাছটি দ্রুত বেড়েও উঠে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন