আন্তর্জাতিক ডেস্কঃ সিমলায় বাস দুর্ঘটনায় ২৮ জন নিহত হয়েছেন।আহত হয়েছেন অনেকে।আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।সকালে রেকং পিও থেকে সোলানগামী বাসটির চাকা পিছলে যায়।পাহাড়ের খাদ বেয়ে বাসটি নিচে পড়ে যায়।সিমলা থেকে ১২৫ কিমি এ ঘটনা ঘটে।সিমলার ডেপুটি কমিশনার রোহন চন্দ ঠাকুর ঘটনাস্থলে এসে পরিস্থিতি খতিয়ে দেখছেন।উদ্ধার কাজ চলছে।বাস থেকে লাশ বের করে আনা হয়েছে।