আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি আমেরিকার আঞ্চলিক সামরিক ঘাঁটিগুলোকে ইরান থেকে এক হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, আমেরিকা যদি আইআরজিসি এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা অব্যাহত রাখে তবে মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলো ইরান থেকে এক হাজার কিলোমিটার দূরে সরিয়ে নেয়া উচিত।পাশাপাশি ইরানের আকাশ, ভূমি এবং সাগর থেকে ছোঁড়ার উপযোগী ক্ষেপণাস্ত্র ক্ষমতা দ্রুত বাড়ছে বলেও ঘোষণা করেন তিনি।
ইরানের পবিত্র নগরী মাশহাদে আইআরজিসির স্থলবাহিনীর কমান্ডারদের সম্মেলনে এ সব কথা বলেন তিনি।ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না এবং এ ক্ষমতা রক্ষা হবে বলেও ঘোষণা করেন তিনি। প্রতিরক্ষা ক্ষমতা সৃষ্টির জন্য ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।তিনি আরো ঘোষণা করেন, সিরিয়ায় আইএসের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে আঘাত হানতে সক্ষম যে গাইডেড ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে তার আরো উন্নয়ন করা হচ্ছে।