News71.com
 International
 20 Jul 17, 12:12 PM
 201           
 0
 20 Jul 17, 12:12 PM

আর-রামিলান এলাকা আইএস মুক্ত করেছে সিরিয়া সরকারি বাহিনী ।।

আর-রামিলান এলাকা আইএস মুক্ত করেছে সিরিয়া সরকারি বাহিনী ।।

আন্তর্জাতিক ডেস্কঃ আইএসআই মুক্ত রাকা গড়তে লাগাতার অভিযান চালিয়ে যাচ্ছে সিরিয়ার সরকার। সিরিয়ার পূর্বে অবস্থিত আইএস অধিকৃত শহরে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে এই অভিযান চালাল হচ্ছে। অব্যহত রয়েছে। সিরিয় প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ জানিয়েছে,সরকারি বাহিনী আর-রামিলান এলাকা আইএস মুক্ত করেছে। রাকার দক্ষিণে এই অঞ্চলে ঘন জনবসতি থাকায় অভিযান চালাতে বাশে সমস্যা হচ্ছে।

এছাড়া,১৫টি তেল উৎপাদন কেন্দ্র ও দুটি জলের পাম্প থাকায় খুব সতর্ক থেকে অভিযান চালানো হচ্ছে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই এই অঞ্চলগুলি দখল করে ফেলেছে সরকারি বাহিনী। সরকারি বাহিনীর অভিযানের মুখে জঙ্গিগোষ্ঠী আইএসের বহু সদস্যের মৃত্যু হয়েছে। এছাড়াও,আইএসের ট্যাংকসহ সামরিক যানবাণও ধ্বংস হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন