News71.com
 International
 19 Jul 17, 08:58 AM
 178           
 0
 19 Jul 17, 08:58 AM

ধর্মত্যাগ করে নাস্তিক না হলে মাথায় নামবে শাস্তির খাড়া ।। চীনা কমিউনিস্ট পার্টি    

ধর্মত্যাগ করে নাস্তিক না হলে মাথায় নামবে শাস্তির খাড়া ।। চীনা কমিউনিস্ট পার্টি      

আন্তর্জাতিক ডেস্কঃ চীনের কমিউনিস্ট পার্টি সদস্যদের হুমকি দিয়ে বলেছে,ধর্মত্যাগ করে মার্ক্সবাদী নাস্তিক হতে হবে আর অন্যথা হলে শাস্তির মুখোমুখি হতে হবে। চীনের ধর্মসংক্রান্ত বিষয়ের নিয়ন্ত্রক ওয়াং জুয়ানের বরাতে কমিউনিস্ট পার্টির মুখপাত্র এ কথা জানিয়েছে। চীনের কমিউনিস্ট পার্টি আনুষ্ঠানিকভাবে ধর্মহীনতা অনুশীলন করে,তবে দেশটির সংবিধান ধর্মীয় স্বাধীনতার অধিকার প্রদান করেছে। তারপরেও ওয়াং কমিউনিস্ট পার্টির সদস্যদের সতর্ক করে বলেন,পার্টির সদস্যদের ধর্মীয় বিশ্বাস থাকা চলবে না যা সব সদস্যর জন্য অনতিক্রম্য সীমা।

মার্কিন থিংকট্যাংক কাউন্সিল অন ফরেন রিলেশন জানিয়েছে,চীনের কমিউনিস্ট পার্টি ধর্মের বিষয়ে সতর্ক ও সহিষ্ণু,তবে দলের ৯ কোটি সদস্যের ধর্মীয় বিশ্বাস গ্রহণ করা নিষিদ্ধ করেছে। যেসব সদস্য ধর্মীয় সংগঠনের সঙ্গে যুক্ত তাদের সদস্যপদ বাতিলের দাবিও উঠেছে। ওয়াং সেই কথাই পুনর্ব্যক্ত করে বলেন,পার্টি সদস্যদের জন্য অর্থনৈতিক উন্নয়ন কিংবা সাংস্কৃতিক বৈচিত্র্যসাধনের নামে ধর্মীয় বিষয়ে জড়ানো নিষিদ্ধ। পার্টি সদস্যদের অবশ্যই মার্ক্সবাদী নাস্তিক হতে হবে এবং পার্টির নিয়ম ও বিশ্বাসের অনুবর্তী হতে হবে। তাদের ধর্মের মধ্যে মূল্যবোধ ও বিশ্বাস অনুসন্ধানের সুযোগ নেই।

এথনিক অ্যান্ড রিলিজিয়াস কমিটির চেয়ারম্যান ঝু ওয়েইকুন বলেন,পার্টির কোনো সদস্য ধর্মীয় বিশ্বাস গ্রহণ করলে তা পার্টির একতা ও দ্বান্দ্বিক বস্তুবাদ ভিত্তিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হয়। ওয়াং যোগ করেন,বিভিন্ন বিদেশি শক্তি ধর্মকে ব্যবহার করে চীনে অনুপ্রবেশ করে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন