News71.com
 International
 19 Jul 17, 08:42 AM
 195           
 0
 19 Jul 17, 08:42 AM

ইয়েমেনে বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি নিহত।।জাতিসংঘ    

ইয়েমেনে বিমান হামলায় ২০ বেসামরিক ব্যক্তি নিহত।।জাতিসংঘ      

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনে বাস্তুচ্যূত বাসিন্দাদের ওপর বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক লোক নিহত হয়েছে। এদের অধিকাংশই একই পরিবারের সদস্য। আজ বুধবার জাতিসংঘ ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে। জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর)-এর বিবৃতিতে বলা হয়েছে গতকাল মঙ্গলবার বিকেলে ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ তায়েজের মাওজা অঞ্চলে একদল বেসামরিক লোকের ওপর এ হামলা চালানো হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে,ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারের পক্ষে শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর একটি জঙ্গি বিমান থেকে এ হামলা চালানো হয়েছে। ইউএনএইচসিআর জানায়,ওই এলাকায় একটি বিমান হামলায় অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত বেশ কয়েকজন বেসামরিক লোকের হতাহত হওয়ার খবরটি অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে আরো বলা হয়,লোহিত সাগর উপকূলে মোখা অঞ্চলের কাছে চলমান সহিংসতা ও সংঘর্ষ থেকে জীবন বাঁচাতে এটা বাড়িঘর ছেড়ে পালিয়ে ছিলেন। বিবৃতিতে বলা হয়,সর্বশেষ এই মর্মান্তিক ঘটনাটি ইয়েমেনের বেসামরিক মানুষ যে ভয়াবহ বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তা আরো একবার তুলে ধরল। ২০১৫ সালের মার্চ মাসে সৌদি নেতৃত্বাধীন জোট শিয়া হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে,ইয়েমেনে চলমান এই লড়াইয়ে এখন পর্যন্ত ৮ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। এদের অধিকাংশই বেসামরিক লোক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন