News71.com
 International
 19 Jul 17, 01:48 PM
 162           
 0
 19 Jul 17, 01:48 PM

মুসলিম যুবকের সাথে বন্ধুত্ব করায় নিজের মেয়েকে হত্যা করল ইসরাইলি খ্রিষ্টান বাবা।।

মুসলিম যুবকের সাথে বন্ধুত্ব করায় নিজের মেয়েকে হত্যা করল ইসরাইলি খ্রিষ্টান বাবা।।

আন্তর্জাতিক ডেস্কঃ মুসলিম যুবকের সাথে বন্ধুত্ব করার নিজের মেয়েকে হত্যা করেছেন এক ইসরাইলি খ্রিষ্টান নাগরিক। এ ঘটনায় নিহত হেনরিয়েটার (১৭) বাবা সামি কারাকে (৫৮) অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন কৌঁসুলিরা। ঘটনাটিকে অনার কিলিং’ বা পরিবারের সম্মান রক্ষায় হত্যা হিসেবে অভিহিত করা হয়েছে। গত জুন মাসে স্নাতক ডিগ্রি অর্জনের এক দিন পর ইসরাইলের রামেল শহরের বাড়িতে হেনরিয়েটার লাশ পাওয়া যায়। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।

কয়েক বছর ধরেই এক মুসলিম যুবকের সাথে সম্পর্কের কারণে ওই তরুণীকে বিভিন্নভাবে বাধা দান ও হুমকি দিয়ে আসছিল তার পরিবার। এ নিয়ে আরব-ইসরাইলি খ্রিষ্টান পরিবারের মেয়েটি পুলিশের কাছে অভিযোগও করেছিল।একটি মামলায় বর্তমানে কারাগারে আছে সেই মুসলিম যুবক। খুন হওয়ার দিনও হেনরিয়েটা জেলখানায় গিয়ে তার কেন্টিন অ্যাকাউন্টে ৮৬ ইউরো জমা দিয়ে এসেছেন।

একই সাথে একজন আত্মীয়কে জানিয়েছে আগামী সপ্তাহে মুসলিম যুবকটি জেল থেকে মুক্তি পাওয়ার পর হেনরিয়েটা ইসলাম গ্রহণ করবে। কিন্তু সেদিনই তার লাশ পাওয়া যায় বাড়িতে। মৃত্যুর দুই দিন আগে পুলিশের মধ্যস্থতায় পরিবারের সাথে একটি বৈঠকও হয়েছে হেনরিয়েটার। কিন্তু কোনো কিছুতেই নমনীয় হয়নি তার পরিবার। হেনরিয়েটাও অটল ছিল তার সিদ্ধান্তে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন